ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শরীয়তপুরে কৃষকের জমি দখলের অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১১:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

শরীয়তপুরে জোর করে কৃষকদের ফসলী জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করেই এমনি করছে একটি মহল।

এদিকে, জমি দখলের কারণে পথে বসার উপক্রম ৫ শতাধিক কৃষকের। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁওয়ের স্বনির্ভর এলাকায় অবৈধভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলছে প্রভাবশালী মহল। প্রকল্পের জন্য দখল করা হয়েছে স্থানীয় কৃষকদের জমি।

কৃষকরা জমি দিতে রাজি না হওয়ায়, রাতের আঁধারে মাটি কেটে পুকুর খনন করা হয়েছে। এখানে ইরি-বোরো ধানের ক্ষেত থাকলেও চলতি মৌসুমে চাষ করতে পারছে না কৃষকরা। একই সাথে যেসব জমিতে ধান বোনা হয়েছে, তাতে পানি সেচ বন্ধ করে দিয়েছে প্রকল্প মালিক অভিযুক্ত মইনুল মোড়ল।

চাষাবাদ না করার হুমকি দেয়ায় বিপাকে পড়েছে এলাকার ৫ শতাধিক কৃষক পরিবার। প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেন তারা।

জমি দখল করে মইনুল মোড়লের মৎস্য প্রকল্প তৈরির কথা স্বীকার করেন ইউপি চেয়ারম্যানও। তবে এ ব্যাপারে একুশের ক্যামেরায় কথা বলতে রাজি হননি অভিযুক্ত ব্যবসায়ী।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছে স্থানীয় প্রশাসন।

দ্রুত বিয়টির সুরাহা করে জমি ফেরত দেবার দাবি ভুক্তভোগী কৃষকদের।

এসএ/