ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার পরামর্শ আমেরিকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১২:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে প্রত্যাঘাত ভারতের। সময়মতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ভারত-পাকিস্তান দু’পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে চিন। এবার আমেরিকার পক্ষ থেকেও তেমনই পরামর্শ এসেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও ভারত ও পাকিস্তানকে ‘সংযত থাকতে’ আহ্বান জানিয়েছেন। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।
এদিকে পোম্পেও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর পোম্পেও এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সংযত থাকতে এবং যে কোন মূল্যে উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
পোম্পেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির সঙ্গে আলাপকালে সামরিক পদক্ষেপের দিকে না যেয়ে চলমান উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।
তিনি পাকিস্তানের মাটিতে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিস্থিতি যাই হোক না কেন, ভারত ও পাকিস্তান, দুই দেশেরই সংঘাতে না যাওয়া উচিত বলে মনে করে আমেরিকা। তার বদলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট হতে বলেছে তারা।
সূত্র : এএফপি
এসএ/