ময়মনসিংহে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
প্রকাশিত : ০১:১৫ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০১:১৫ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার
ময়মনসিংহে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের সইসহ কার্ড জমা নিলেও চাল দিচ্ছে না ডিলার। এমন অভিযোগে, তদন্তের পাশাপাশি ডিলারের গুদামে তালা দেয়াসহ চাল বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণ হলে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহের চুরখাই বাজারে ১০ টাকা দামে সরকারি বরাদ্দের চাল না পাওয়া নিয়ে হতদরিদ্ররা ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে একুশে টেলিভিশনের ক্যামেরার সামনেই কার্ডধারীদের ওপর এভাবে চড়াও হয় ডিলারের লোকজন।
কার্ডধারীদের অভিযোগ, সইসহ কার্ড জমা নিলেও সবাইকে চাল দেয়া হচ্ছে না।
দুটি কিডনিই নষ্ট ময়মনসিংহ সদরের উইনারপাড় গ্রামের ছাবেদ আলীর। চলাফেরাও করতে পারেননা। সই করা কার্ডসহ ছেলেকে পাঠিয়েছিলেন ডিলারের কাছে। চাল দেয়া হয়নি তাকেও।
ডিলারের কারণে হতদরিদ্ররা বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান।
তবে, এ’সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার সহিদুল ইসলাম।
ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের কমিটি গঠন করেছেন।
ময়মনসিংহ সদরের ভাবখালি ইউনিয়নে দু’জন ডিলারের মাধ্যমে ৩ হাজার ৬শ’ ৯০ জন হতদরিদ্রকে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।