ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

মহাসপ্তমিতে মন্দিরে মন্ডপে চলছে ভক্তদের প্রার্থনা আর অর্চনা

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:২৪ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমিতে মন্দিরে মন্ডপে চলছে ভক্তদের প্রার্থনা আর অর্চনা। শনিবার সকালে দেবীর চক্ষুদান ও নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিতে মন্দিরে ভীড় করেন ভক্তরা। এ’সময় সবার কণ্ঠে ছিল সার্বজনীন সুখ-সম্প্রীতির বন্দনা। বছর ঘুরে আবারও দেবী দুর্গা এসেছেন ধরাধামে। তাই উলুধ্বনি, শঙ্খ আর ঢাকের শব্দে মুখর মন্দির প্রাঙ্গন। ভোর থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ভীড়। দেশ ও দশের কল্যাণ কামনায় দিয়েছেন পুষ্পাঞ্জলি। সপ্তমী পূজায় দুর্গতিনাশিনী ত্রিলোক দর্শনী দেবীর চক্ষুদানের পর স্থাপন করা হয় নবপত্রিকা। পৃথিবী থেকে রোগ শোক দূর করতে কদলী, কচু, হরিদ্রা, বিলপত্রসহ, ৯টি গুল্মকে শ্বেত অপরাজিতা দিয়ে বেঁধে দেবীর পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। অসুরের বিনাশ আর অশুভ শক্তির ছায়া থেকে বিশ্বমানবতাকে রক্ষা করতে দেবী দুর্গার প্রতি আকুতি জানান পুণ্যার্থীরা। এছাড়া, মন্দির-মন্ডপে চলছে সার্বজনীন সুখ-সম্প্রীতির আরাধনা।