ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

যাত্রা শুরু করল নতুন জোট সেইফ রোডস অ্যান্ড ট্রান্সর্পোট এলায়েন্স 'শ্রোতা'

প্রকাশিত : ০৪:২১ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:২১ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

সড়ক দূর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবস্থাপনায় উন্নয়ন ঘটাতে যাত্রা শুরু করল নতুন জোট সেইফ রোডস অ্যান্ড ট্রান্সর্পোট এলায়েন্স, শ্রোতা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নতুন সংগঠনটির ঘোষণা দেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। এসময় তিনি বলেন, সরকারি তথ্যমতে প্রতিবছর চার হাজার মানুষ সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন; দেশের বাৎসরিক ক্ষতির পরিমান প্রায় পাঁচ হাজার কোটি টাকা যা জিডিপির ১.৩ শতাংশ। সরকারী ও বেসরকারী বিভিন্ন সংগঠন যারা সড়ক উন্নয়নে কাজ করছে তাদের সাথে সমন্বিত উদ্যোগে সংগঠনটি কাজ করবে বলে জানান ড. হোসেন জিল্লুর রহমান। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পাশপাশি মোট ছয়টি সংগঠনের সাথে জোট বদ্ধ হয়ে কাজ করবে সংগঠনটি। আগামী একবছর পর দেশের সড়ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের উপর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে শ্রোতা-সংগঠন ।