ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নির্বাচনে মানুষের আস্থা না থাকায় উপস্থিতি কম: শাফিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জাতীয়সহ বেশ কয়েকটি নির্বাচনে অনিয়ম হওয়ায় সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি লক্ষণীয়ভাবে কম বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে নিজের ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভোটারদের উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন, কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম। ভোটারদের উপস্থিতি লক্ষনীয়ভাবে কম।

গত নির্বাচনগুলোতে অনিয়ম হওয়ায় ভোটাররা ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী কিংবা হতাশ হওয়ার কিছু নেই। আমি সাড়ে ১২টায় ভোট দিয়েছি। তবে, এই কেন্দ্রে কোনো অনিয়ম দেখিনি।

তিনি আরও বলেন, আমি অনেকগুলো কেন্দ্র ঘুরেছি। অনিয়ম পেয়েছি। প্রমাণও পেয়েছি। সব কিছু পর্যবেক্ষণ করে বিকেলে বলব। তবে কেন্দ্রে তার এজেন্টরা না থাকার বিষয়ে তিনি এড়িয়ে যান।


টিআর/