ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

কর্মে নেই কর্মক্ষম ৭৪ লাখ তরুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দেশে প্রায় ৭৪ লাখ কর্মক্ষম তরুণ কোন ধরণের কর্মে নিয়োজিত নেই। এসব তরুণদের বয়স ১৫ থেকে ২৯ বছর। এদের এক তৃতীয়াংশ কোন কাজে এমনকি শিক্ষা ও প্রশিক্ষণেও নিয়োজিত নেই। এই তরুণদের ১৭ ভাগ পুরুষ এবং ৮৩ ভাগ নারী।

নিষ্ক্রিয় এই তরুণ যারা কিছুই করছে না তাদের সংখ্যা তুলনামূলক সিলেটে বেশি (৩২.৯%)। এর পর বেশি রয়েছে চট্টগ্রাম (২৯%), বরিশাল (২৮.৮%), ঢাকা (২৬.৬%), খুলনা (২৫.৬%), রাজশাহী (২২.৪%) ও রংপুর (২৫.৩%)। তবে ছেলেদের হার তুলনামূলক বরিশালে বেশি (১২.৪%) লক্ষ্য করা গেছে। সবমিলিয়ে এই তরুণদের সংখ্যা প্রায় ৭৪ লাখ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপের পর করা এক বিশ্লেষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশের শ্রম পরিসংখ্যান-একটি গবেষণামূলক বিশ্লেষণ’ শিরোনামে এই প্রতিবেদনে শ্রমশক্তির অঞ্চল ভিত্তিক বিশ্লেষণ ছাড়াও, জনতাত্ত্বিক বিশ্লেষণ, শিক্ষার অবস্থান, বয়স ভিত্তিক বিভাজনসহ শহর-গ্রামের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মহীন এই তরুণ যারা কোন শিক্ষা কার্যক্রম বা প্রশিক্ষণে নেই তারা সামাজিক অন্তর্ভুক্তির বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গতবছর শুরুর দিকে ২০১৬-১৭ অর্থবছরের তথ্য নিয়ে শ্রমশক্তি জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিলো। পরবর্তীতে এই তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে গবেষণা সংস্থা সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনসংখ্যাগত বোনাসকে কাজে লাগানোর কথা বলছি, অথচ তরুণদের বড় অংশ কাজের বাইরে রয়ে গেছে, এটা উদ্বেগের বিষয়। তাছাড়া এসডিজির লক্ষ্য অর্জন করতে হলে শোভন কর্মসংস্থান তৈরি করতে হবে। তরুণদের বড় অংশকে বাইরে রেখে এটা সম্ভব নয়।

 

আরকে//