ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

‘পাক-ভারত উত্তেজনার পেছনে ইসরাইল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:৫৮ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করছে ইসরাইল। এ মন্তব্য করেছেন ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে বৃহস্পতির প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব কথা বলেন।

নয়াদিল্লির ওপর ইসরাইলের ক্রমবর্ধমান প্রভাবের ফলেই সম্প্রতি পাক-ভারত উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। পাক-ভারত সাম্প্রতিক গোটা সংঘর্ষ জুড়ে ইসরাইলের প্রভাব নজরে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলমান বিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরাইল। নয়াদিল্লির কাছে আরো অস্ত্রশস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি চাইছে তেল আবিব। ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে এবং পাক-ভারত সম্পর্ককে আরো উত্তেজনার দিকে ঠেলে দিতেও তৎপর রয়েছে ইসরাইল।

মঙ্গলবার পাক ভূখণ্ডের ওপর চালানো হামলায় ইসরাইলের তৈরি স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন ফিস্ক। তিনি বলেন, এ সংঘর্ষের মধ্য দিয়ে ফিলিস্তিন দখলদার ইসরাইল যে লাভের অংক গুনছে এটি তার পরিষ্কার প্রমাণ।

২০১৭ সালে ইসরাইলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত সে কথাও উল্লেখ করেছেন ফিস্ক। ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ভারত ব্যয় করেছে ৭০ কোটি ডলার।

ফিলিস্তিন এবং সিরিয়ায় এ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরাইল । আর এতে এ ব্যবস্থার ধ্বংস ক্ষমতা ভারত সরকারকে প্রদর্শন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/