ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আজ শহীদ তাজুল দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:১০ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ তাজুল ইসলামের ৩৫তম শাহাদাতবার্ষিকী আজ ১ মার্চ। ১৯৮৪ সালের এ দিনে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে বিভিন্ন দল, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের আন্দোলন চলাকালে স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত হন তাজুল ইসলাম।

তিনি ছিলেন আদমজী ট্রেড ইউনিয়ন নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আদমজী শাখার সাধারণ সম্পাদক।

বিভিন্ন দল ও সংগঠন দিনটিকে ‘শহীদ তাজুল দিবস’ হিসেবে পালন করবে।

দিবসটি উপলক্ষে সিপিবি, ছাত্র ইউনিয়ন ও ট্রেড ইউনিয়সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তাজুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া আলোচনা সভা, স্মরণসভা প্রভৃতি কর্মসূচি আয়োজিত হবে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে দিনটি ‘শহীদ তাজুল দিবস’ হিসেবে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এসএ/