ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

নিখোঁজ মালয়েশিয়ার বিমানের অনুসন্ধান নিয়ে নতুন করে আশা জেগেছে

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৯ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

mhদুই বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার এমএইচ থ্রি সেভেন জিরো ফ্লাইটের বোয়িং৭৭৭ এর র অনুসন্ধান নিয়ে নতুন করে আশা জেগেছে। চলতি সপ্তাহে আফ্রিকার দেশ মোজাম্বিকের উপকূলে বোয়িং সেভেন সেভেন সেভেন মডেলের একটি বিমানের এক মিটার লম্বা ভগ্নাংশ খুঁজে পাওয়া যায়। এ ব্যাপারে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভগ্নাংশটির সঙ্গে নিখোঁজ বিমানের মিল রয়েছে। এরইমধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। তবে এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্রের যোগাযোগ সংক্রান্ত নিরাপত্তা বোর্ড ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান। এরআগে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে প্রথম ধ্বংসাবশেষের সন্ধান মেলে। ২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ভারত মহাসাগরে কাছে নিখোঁজ হয় এমএইচ থ্রি সেভেন জিরো।