সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে রাশিয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
রাশিয়ার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভারতের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিরোধকে সমর্থন করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে রাশিয়া।” প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার পর একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। পুলওয়ামায় হামলা নিয়ে পুতিন সমবেদনা জানান।
সন্ত্রাসবাদে যে দেশ মদত দেয়, তাকে সবরকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন বলে খবর।
ভারতের কূটনৈতিক চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, শান্তির পদক্ষেপ হিসেবে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের কব্জায় থাকা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে।আজ ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাকে। রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছে অভিনন্দনের পরিবার।
তথ্যসূত্র: জি নিউজ
এমএইচ/