ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দেশে ফিরলেন ভারতীয় পাইলট অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:১৬ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

পাকিস্তানের কাছে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে ছাড়া পেয়ে তিনি ভারতে ফেরে এসেছেন। ভারত তাকে বরণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে ছিল। সড়ক পথে লাহোর হয়ে তাকে ফিররিয়ে দেওয়া হলো।

ওয়াঘা-আতারি সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতের কাছে তুলে দেয় পাকিস্তান। ভারত এবং সে দেশের মিডিয়া এরইমধ্যে তার বিরোতীত ভাবমূর্তি সামনে এনেছে। সীমান্তে তাকে বরণ করতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন তার বাবা-মাসহ সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের নজরও এখন সেই সীমান্তেই।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত। এরপর পাকিস্তান ঘোষণা দেয় যে শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে।

ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা এবং সেনার কর্মকর্তারাও ওয়াঘা সীমান্তে পৌঁছে গেছেন। কেউ জাতীয় পতাকা হাতে তো কেউ আবার ঢাক-ঢোল হাতে অভিনন্দকে স্বাগত জানাতে সীমান্ত জড়ো হন। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে সেখানে। সবার মুখে একটাই আওয়াজ, অভিনন্দন জিন্দাবাদ।
সীমান্তে হাজার হাজার ভারতীয় হাতে ফুল, মিষ্টি, ব্যানার নিয়ে অভিনন্দনকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। সেখানে উপস্থিত এক ভারতীয় বলেন, আমরা খুবই খুশি যে আমাদের নায়ক আমাদের মাঝে ফিরে আসছে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর নিরাপত্তার কারণেই শুক্রবার ওয়াঘা-আটারি সীমান্তে বন্ধ করা হয়।

তথ্যসূত্র: হিন্দুস্থান, দ্যা ডন, টাইমস নাউ।

এসএইচ/