ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মুক্তিযোদ্ধা আবুল কাসেম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৫৩ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

মুক্তিযোদ্ধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাসেম (৬৫) আর নেই । শুক্রবার বেলা ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন।

তার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ আসর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হয়। আগামিকাল শনিবার (২ মার্চ) চট্টগ্রাম কাতালগঞ্জ আবাসিক এলাকায় ৩নং সড়কে মৌলভী বশির উল্লাহ জামে মসজিদে বাদ আছর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রোববার (৩ মার্চ) বিকাল ৩টায় সন্দ্বীপে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে  তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালে সন্দ্বীপ থানার (এফ এফ) বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি সন্দ্বীপ থানা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ থেকে জাসদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। আবুল কাসেম চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার রহমতপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

কেআই/