ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

বিজিএমইএ নির্বাচন

মনোনয়ন জমা দিতে গিয়ে হামলার মুখে পড়ার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হামলার মুখে পড়ার অভিযোগ করেছে স্বাধিনতা পরিষদ।

শনিবার বিজিএমইএ ভবনে গিয়ে তিনি এ হামলার শিকার হন। এসময় তার কাছ থেকে মনোনয়নপত্র জমার প্রমাণপত্রও ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তবে নির্বাচনী পরিচালনা কর্তৃপক্ষ হামলার অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছে।

৬ এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক স্বাধীনতা পরিষদের নেতারা বলছেন, সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব না দিয়ে অতীতের ধারাবাহিকতায় এবারও নেতৃত্ব চাপিয়ে দিতে সংগঠনটির সাবেক সভাপতিদের ফোরাম কাজ করছে। আবার সমঝোতার নির্বাচন করার দিকেই এগোচ্ছে তারা। যদিও সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান।

যোগাযোগ করা হলে নির্বাচনী বোর্ডের সচিব মেজর রফিকুল ইসলাম বলেন, আজকে অনেকেই মনোনয়নপত্র জমা দিতে এসেছিল। স্বাধীনতা পরিষদের উনারাও এসেছেন। কিন্তু কারও ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাইনি। কিংবা এ ধরনের কোনো খবর শুনিনি।”
এদিকে হামলার প্রতিবাদে বিকালে কারওয়ান বাজারে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে স্বাধীনতা পরিষদ।

২০১৫ সালে সংগঠনটির দায়িত্বে আসা সিদ্দিকুর রহমান নেতৃত্বাধীন পর্ষদের মেয়াদ কয়েক ধাপে বাড়িয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে বিজিএমইতে ৩৫টি পরিচালক পদ আছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৯টি। ২০১৩ সালের পর থেকে বিজিএমইএতে সরাসরি সদস্যদের ভোটে নির্বাচন হয়নি।

সাবেক সভাপতি সংগঠন একবার ‘ফোরাম’ ও একবার ‘সম্মিলিত পরিষদ’ থেকে সভাপতি মনোনয়ন দিয়ে আসছে।

আগামী ৬ এপ্রিল ৩৫টি পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গত শনিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে আগামী ৬ মার্চ।

আরকে//