বেনাপোল সীমান্তে ৫৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চোরাচালানীরা ভারত থেকে ফেন্সিডিলের দুইটি চালান নিয়ে সীমান্তের ইছামতি নদী পার হয়ে পুটখালি গ্রামে প্রবেশ করে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পুটখালী পশ্চিম পাড়া গ্রাম থেকে ২৭৫ বোতল ও অন্য একটি টহল দল কর্তৃক পুটখালী উত্তরপাড়া গ্রাম থেকে ৩শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেন্সিডিলের চালান ফেলে পালিয়ে যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে যা পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।
কেআই/