চট্টগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণে ২০ জন নারী ট্রাফিক পুলিশ
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫০ এএম, ৯ অক্টোবর ২০১৬ রবিবার
বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছেন ২০ জন নারী ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ নিয়ে নিজেদের নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে চান তারা। তাদের দায়িত্ব পালন সন্তোষজনক হওয়ায়, যানজট নিয়ন্ত্রণে নারী কনস্টেবলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ।
নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড় পুনাক। চারপাশে যানবাহনের চাপ। এর মধ্যে সড়কে দাঁড়িয়ে যথেষ্ট দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন নারী কনস্টেবল আয়েশা আকতার ঝিনু। সার্জেন্টের সংকেত পেয়ে কখনো গাড়ি থামাচ্ছেন, আবার কখনো হাতের ইশারায় দিচ্ছেন গাড়ী চালানোর সংকেত।
২০১১ সালের ডিসেম্বরে এসএসসি পাশের পর পুলিশ বিভাগে যোগ দেন ঝিনু। গত ২০ আগস্ট থেকে ঝিনুর মতো এমন ২০ নারী পুলিশকে মাঠ পর্যায়ে দায়িত্ব দেয়া হয় চট্টগ্রাম নগরীর যানজট নিয়ন্ত্রণে।
চ্যালেঞ্জিং এ পেশায় তারা প্রত্যেকেই চান নিজেদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে।
ট্রাফিক ব্যবস্থাপনার মাঠ পর্যায়ে নারীদের দায়িত্ব পালনে সুফল এসেছে বলে মনে করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
নগরীর নিউমার্কেট, পুনাক মোড়, জিইসি মোড়, বহদ্দারহাট, দেওয়ানহাট, আগ্রাবাদ, অলংকার ও ইপিজেড মোড়- এই আট জায়গায় প্রাথমিকভাবে দুইজন করে নারীকে দায়িত্ব দেয়া হয়েছে।