রাত পোহালেই কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা
কুবি সংবাদদাতা
প্রকাশিত : ০৭:১২ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
রাত পোহালেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ মাঠে গড়াবে। রোববার সকাল ১০টায় প্রত্নতত্ত্ব বনাম মার্কেটিং বিভাগের ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে ক্রিকেটের এই আসর। দিনের অপর খেলায় মুখামুখি হবে পরিসংখ্যান বিভাগ বনাম রসায়ন বিভাগ।
মাঠে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজেদের দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। ইতিমধ্যে অনেক বিভাগ আন্তঃব্যাচ প্রতিযোগিতা শেষ করেছে। দলের শেষ প্রস্তুতি নিতেও মাঠে ঘাম ঝরাচ্ছে বিভাগগুলো। খেলোয়াড়দের মধ্যে ক্রিকেট জোয়ারের আনন্দের আমেজ বিরাজ করছে।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দীন বলেন, দুই বছর পর আবারও ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ক্রিকেটের মধ্যদিয়ে প্রতিটি বিভাগের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় প্রম্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি বিভাগ থেকে সহযোগিতা পেলে আমরা আশা করি ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো।
উল্লেখ্য, এবারের আন্তঃবিভাগ প্রতিযোগিতায় ১৯টি বিভাগ অংশগ্রহণ করবে। আগামি ১৮মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।
কেআই/