ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

কুমির আতঙ্কে মাছ ধরা বন্ধ পায়রা নদীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার

বরগুনার পায়রা নদীর বুড়িরচর থেকে শনিবার সন্ধ্যায় কুমির আটক করেছে এলাকাবাসী। কুমিরটি লম্বায় সাড়ে ৫ ফুট। ওজনে ১৬ কেজি।

বেল্লাল মৃধার বাড়ি থেকে মৃত অবস্থায় কুমিরটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রাণী সম্পদ হাসপাতালে প্রেরণ করেছে বন বিভাগের কর্মকর্তারা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পায়রা নদী সংলগ্ন বুড়িরচর এলাকার নাপিতখালী গ্রামের সতীশ চন্দ্র হাওলাদারের ছেলে নিশোক হাওলাদার শনিবার সন্ধ্যায় নদীর পাড়ে ঘুরতে যান। ওইখানে চরে একটি কুমির দেখতে পান তিনি। তার চিৎকারে স্থানীয় বেল্লাল মৃধা, সুনীল, পলাশ গাজী, সাগর, সোহেল, লিটন, জাহাঙ্গীর, মামুন, পারভেজ, ছগির ও বাহাদুরসহ ১০-১২ কুমিরটিকে জাল দিয়ে আটক করে পার্শ্ববর্তী বেল্লাল মৃধার পুকুরে রশি দিয়ে বেঁধে রাখে।

রোববার খোঁজ নিয়ে জানা গেছে, কুমির আটকের খবর পেয়ে পায়রা নদীতে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিয়েছে। তাদের মাঝে আতঙ্ক একটি কুমির ধরা পরলেও নদীতে আরও কুমির রয়েছে।

আরকে//