ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ইবিতে কর্মকর্তা সমিতির কর্মবিরতি পালন

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন অফিসের কর্মকর্তারা। এর আগে সপ্তাহব্যাপী কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় তারা। পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহার নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা।

এ সময় কর্মকর্তা সমিতির সভাপতি বলেন,‘আমাদের এই আন্দোলন চলবে। দাবি না মানলে বুধবার থেকে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।’

ক্যাম্পাসের একাডেমিক একং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা, চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬০ থেকে ৬২ তে উন্নীতকরণ এবং উপ-রেজিস্ট্রার এবং সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারি রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা করার দাবি জানায় কর্মকর্তারা। এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে কর্মকর্তারা।

এরি প্রেক্ষিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীনকে আহবায়ক করে ৮ সদস্যের পর্যবেক্ষক কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অধ্যাপক ড. কামাল উদ্দীন পদত্যাগ করলে পরবর্তীতে ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্ম্মনকে আহবায়ক করা হয়।

জানা যায়,গত বছরের ১৭ মে বিশ্ববিদ্যালয়ের ২৩৪ তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের কর্মঘন্টা বৃদ্ধি করে প্রশাসন। এর আগে ক্যাম্পাসের কর্মঘন্টা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো। সিন্ডিকেটে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬২ থেকে ৬০ করে প্রশাসন। তবে এ বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে আন্দোলন করেন কর্মকর্তারা।

কেআই/