ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নির্বাচন সুষ্ঠ করতে আইন শৃঙ্খলাবাহিনীকে গুলির নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ’ নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ও কারচুপি প্রতিরোধ করতে শেষ বুলেট থাকা পর্যন্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহম্মদ। বৃহস্পতিবার ইউপি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময়ে তিনি আরো বলেন, দ্রুতই অনলাইনে মনোনয়ন পত্র জমা দেয়ার ব্যবস্থা করছে ইসি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু নিরেপেক্ষভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বচান কমিশনারসহ অন্যান্য কমিশনার ও ইসির কর্মকর্তারা। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, শান্তিপুর্ন ও সৌহার্দময় পরিবেশে নির্বাচন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ  ব্যবস্থা নেয়ার দির্দেশনা দেয়া হয়েছে। কোন কোন নির্বাচনী এলাকায় মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, ভবিষ্যতে এমন অভিযোগ না আসে সে জন্য অনলাইনে মনোনয়ন জমা নেয়া হবে। সরকারের তরফ থেকে কোন চাপ নেই জানিয়ে সিইসি বলেন, আইন এবং বিধি অনুযায়ি কাজ করছেন তারা। এদিকে প্রথম দফার ৭৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে  বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হয়। দেশের নির্বচানী এলাকাগুলোতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিক নিতে আসেন প্রার্থীরা।