ভারতীয় গুপ্তচর হয়ে পাকিস্তানে জন আব্রাহাম!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০৪ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
কখনও তিনি রোমিও, কখনও আকবার, আবার কখনও বা ওয়ালটার। ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার জন্য এভাবেই বারবার রূপ বদলাতে হচ্ছে জন আব্রাহামকে। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে।
সোমবারই মুক্তি পেয়েছে জন আব্রাহামের ছবি রোমিও আকবর ওয়ালটার অর্থাৎ `র`-এর ট্রেলার। ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ।
ছবিতে ভারতের গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তানে পৌঁছে যেতে দেখা যাবে অভিনেতা জনকে। ছবির ট্রেলারের শুরুতে জনের মুখে শোনা যাবে বিশেষ ডায়ালগ।
যাতে একজন সাধারণ মানুষ থেকে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, আত্মীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমণা ও জীবনকে আসল উদ্দেশ্য খুঁজে দেওয়ার জন্য বিশেষ কাউকে ধন্যবাদ জানাতে দেখা গেছে অভিনেতাকে।
এ-থেকেই আন্দাজ করা যায়, একজন অতি সাধারণ এক ব্যক্তিকে দেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতে পাঠানো হবে তাকে। আর এভাবেই বদলে যাবে তাঁর জীবন।
দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে পাকিস্তানে পৌঁছবেন জন। এই ছবিতে জন আব্রাহাম ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফ ও মৌনি রায়কে। এই রোমি আকবর ওয়ালটার অর্থাৎ `র` মুক্তি পাচ্ছে আগামী ৫ এপ্রিল। ছবির পরিচালনা করেছেন রবি গ্রেওয়াল।
তথ্যসূত্র: জি নিউজ
এমএইচ/