ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

যশোরে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় বিক্ষোভ

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

যশোরের শিশু কন্যা তৃষা ধর্ষণ ও হত্যার বিচার ও সন্দেহভাজন খুনি শামিমের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শহরতলীর ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।

এ সময় তারা সন্দেহভাজন খুনি শামিমের আটক ও বিচার দাবি করে স্লোগান দেয়। এ দিকে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত রোববার বিকেলে খেলা করতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা নিখোঁজ হয়। পরে গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তার দু’ধারে যানবাহনের দীর্ঘলাইন পড়ে যায়। এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা নির্মম এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ দিকে যশোর কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, তৃষাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় তৃষার বাবা মামলা করেছেন এবং অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এলাকাবাসীকে প্রশাসনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ওসি।

একে//