ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রাস্তার পাশে কাঠের গুড়ি,ভোগান্তিতে জনসাধারণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:৪২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পিচের রাস্তায় গাছের গুড়ি ও কাঠ রাখার ফলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে,ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

এমন অভিযোগ ও দৃশ্য দেখা গেছে, উপজেলার কাজীরহাট বাজার থেকে কেরালকাতা অভিমুখি পিচের পাকা রাস্তায়। ওই রাস্তার গ্রামীণ ফোনের টাওয়ারে সামনে দু’পাশজুড়ে বড় বড় গাছের গুড়ি ও কাঠ ফেলে রেখে ব্যবসা করেন স্থানীয় কাঠ ব্যবসায়ী ধানঘোরা গ্রামের মতিয়র রহমানসহ অন্যান্য কাঠ ব্যবসায়ীরা। অনেক কাঠ ও গুড়ির অংশ বিশেষ ৮ ফুটের রাস্তাটির উপরে চলে এসেছে। এতে সাধারণ মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। রাস্তার উপরে কাঠ রাখার কারণে স্কুলগামী ছেলেমেয়েদের সবসময় জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। ফলে যাতায়াতকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এলাকাবাসীর পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে বিষটি নিষেধ করার পরেও তিনি কোন কর্ণপাত না করে বরং রাস্তার অংশজুড়ে কাঠ রেখেই চলেছেন। বিষয়টি দৃষ্টিতে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগিরা।

কেআই/