ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

জমজমাট জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

দেশি-বিদেশি ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের  জাবের অ্যান্ড  জুবায়ের ‘ফেব্রিক উইক’ প্রদর্শনী। রোজ পনের থেকে বিশটি দেশের বড় বড় পোশাক শিল্প প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসছেন। তারা সাজিয়ে রাখা বিভিন্ন নতুন আইটেমের পোশাক ঘুরেঘুরে দেখছেন। আর তাদের পরিদর্শনের সহযোগিতায় ব্যস্ত সময় কাটছে কর্মীদের।

রাজধানীর গুলশান-২ এ কনকর্ড টাওয়ারের ১৩ তলায় জাবের অ্যান্ড জুবায়ের করপোরেট অফিসে  চতুর্থবারের মতো আয়োজিত এ প্রদর্শনী আজ মঙ্গলবার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়। গত শনিবার থেকে শুরু হওয়া একক প্রতিষ্ঠানের এ পণ্য প্রদর্শণী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এবারের প্রদর্শনীতে দেশী-বিদেশি ৯৫০ জন ক্রেতা-দর্শনার্থী মেলা পরিদর্শনের জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক ব্রান্ড অ্যান্ড কাস্টমার কেয়ার সিনিয়র ম্যানেজার বলেন, পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নির্ভরস্থল। বিশ্ববাজারে চীন, ভারত ইত্যাদি দেশের সঙ্গে আমাদের প্রতিযোগিতা চলছে। এরকম অবস্থায় ‘ফেব্রিক উইক’ গোটা বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

আয়োজক সূ্ত্রে জানা গেছে, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ায় পোশাক ও কাপড় ক্রেতারা এ ধরনের মিল উইকের আয়োজন করে থাকে প্রতি বছর। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, ভিয়েতনাম, মিশরসহ বিভিন্ন দেশের পোশাক উৎপাদনকারীরা অংশ নেয়। দেশের সর্বোচ্চ  রফতানিকারক প্রতিষ্ঠান জাবের অ্যান্ড  জুবায়ের ফেব্রিক। নিজেদের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে প্যারিসের টেক্সওয়ার্ল্ডসহ এই ধরণের উইকগুলোতে নিয়মিত অংশ নিয়ে আসছে। তবে চলমান এই  ‘ফেব্রিক উইক’  জাবের অ্যান্ড জুবায়ের এর নিজস্ব উদ্যোগে আয়োজিত। যেখানে শুধু জাবের অ্যান্ড জুবায়ের এর ফেব্রিক প্রদর্শন করা হয়।

এখানে মূলত গ্রীষ্ম এবং বসন্তকালের ফেব্রিক কাপড় প্রদর্শন করা হচ্ছে। বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচ অ্যান্ড এম মার্কস অ্যান্ড স্পেন্সার, সিয়ার্স, কোহলস, সি অ্যান্ড এ, কার্টারস প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মিল উইকে অংশ নেবেন।

গত চারদিনে প্রদর্শনীতে ফিলিপাইনের কনকর্ড ভেন্সার, জাপানের মারুবিনি  ইউনি ক্লো, রাশিয়ার ওডজি, ইউরোপের উইন্ডি গ্রুপ, ইংল্যান্ডের সিরিফিল্ড, হংকংয়ের ইপিআইসি, ভারতের জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালসহ বিশ্বের ১০টি দেশের বিখ্যাত পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিদর্শনে আসেন।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার খালিদ বিজু বলেন, এবার প্রদর্শনীতে অংশ নিতে আমাদের অফিসের ওয়েবসাইটে নির্দিষ্ট নিয়মে ৯৫০ পরিদর্শক নিবন্ধন করেন। এদের মধ্যে ৪০০ ফোনে রেজিস্ট্রেশন করেছে। ওয়েবসাইটে নির্দিষ্ট নিয়মে ৫৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। তারা দিনের বিভিন্ন সময় এসে আমাদের পণ্যগুলো দেখছেন এবং ধারণা নিচ্ছেন। প্রদর্শনীতে আগামীকাল বুধবার ২৩০ জন ও বৃহস্পতিবার ১৭০ জন পরিদর্শনে আসবেন।

এবারের ফেব্রিক উইকে ১৬টি ক্যাটাগরির ফেব্রিক প্রদর্শন হচ্ছে। যার মধ্যে ডিভালপমেন্ট আর্টিকেল ২৫০টি।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক বাংলাদেশ আগামী রোজার সময় স্থানীয় বাজারে ছাড়ার জন্য প্রথমবারের মতো ‘ব্লু জেন্স’ ব্রান্ডের কাপড় নিয়ে আসছে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে রফতানিযোগ্য সিনথেটিকের শার্টসহ বিভিন্ন পোশাক বাজারে ছাড়বে।

আরকে//