ইসরাইলে ‘থাড’ মোতায়েন করল আমেরিকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
ইসরাইলে প্রথমবারের মতো আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করেছে। ইসরাইলের অবৈধ সরকারকে রক্ষার বিষয়ে আমেরিকার যে প্রতিশ্রুতি রয়েছে তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।
সোমবার ইউএস-ইউরোপিয়ান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান গত বছরের মার্চ মাসে থাডের অর্ডার দিয়েছিলেন এবং এর মাধ্যমে ইসরাইলের জন্য আঞ্চলিক নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমেরিকার অব্যাহত প্রতিশ্রুতির কথা পরিষ্কার হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, থাড মোতায়েন এবং ইসরাইলি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অধিকৃত ভূখণ্ডের কয়েকটি স্থানে মার্কিন সেনা মোতায়েন করা হবে।
থাড হচ্ছে ভূমিতে স্থাপন করা প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প, মধ্যম ও ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ব্যবহার করা হয়। একে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলে গণ্য করা হয়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাড মোতায়েনের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে আবারো ইসরাইলের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির বিষয়টি প্রমাণ হলো।
থ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/