ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

dse-and-cseসূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৬টি, কমেছে ১৪৩টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪৭২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।