হ্যারি কেনের গোলে শেষ আটে টটেনহ্যাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০০ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে গোল করলেন হ্যারি কেন। এতে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল টটেনহ্যাম হটস্পার।
প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে বরুশিয়াকে হারিয়েছিল টটেনহ্যাম। তাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হতো বরুশিয়া ডর্টমুন্ডকে। উল্টো আবারও হারল ডি শোয়ার্জগেলবেনরা।
মঙ্গলবার হ্যারি কেনের একমাত্র গোলে বুন্দেশলিগার শীর্ষে থাকা ডর্টমুন্ডকে হারাল মৌরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতে থেকে ফিরে ম্যাচের ৪৯তম মিনিটে মৌসা সিসোকর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। এই নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ২৪ তম গোল করলেন কেন। টটেনহ্যামের জার্সি গায়ে কোনও ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।
ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন হয়নি। তাই দুই লেগ মিলিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে ২০১১ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিলিহোয়াইটসরা।
সূত্র: লাইভস্কোর ডটকম
একে//