ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভারত সীমান্তে পাকিস্তানের ভারি গোলাবর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনারা ভারি গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে ভারত। হামলার জবাব দিতে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আজকের দিনে এ নিয়ে মোট ৩ বার অস্ত্রবিরতি লঙ্গন করেছে পাকিস্তান।

ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু শহর থেকে প্রায় ১৫৯ কিলোমিটার দূরে সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানের সেনারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শহর রাজৌরিতে হামলা চালায়। রাজৌরির নওশেরা ও সুন্দরবানী এলাকায় ভারী গোলা ও বোমা বর্ষণ চালায় পাকিস্তান সেনারা।

এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের ৫ কিলোমিটার এলাকাজুড়ে যতগুলো স্কুল আছে তার সবগুলো তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়।

ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তানের সেনারাই আগে গুলি চালিয়েছে। আর তারা এর জবাবে পাল্টা গুলি ছুঁড়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করল বলে দাবি ভারতের সেনাদের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে নওশেরা ও সুন্দেরবানী সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনারা গোলাবারুদ নিক্ষেপ এবং গুলি (স্মল আর্ম ব্যবহার করে) চালায়। ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি পাকিস্তান তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। একদিনের মধ্যে তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লংঘন করেছে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই রাজৌরি ও পুঁচ জেলার নিয়ন্ত্রণরেখায় থেকে পাঁচ কিলোমিটার দূরে সব স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

এসি