কুড়িগ্রামের উপজেলা নির্বাচনের প্রচারণা উত্তাপহীন (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৮ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
সভা-সমাবেশ হলেও অনেকটাই উত্তাপহীন কুড়িগ্রামের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সবদল নির্বাচনে অংশ না নেয়ায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছে সুশীল সমাজ। এদিকে, প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করছেন ভোটাররা।
প্রথম দফায় কুড়িগ্রামের ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০মার্চ। ভোটকে ঘিরে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
৯টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৬জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৬জন, ভাইস চেয়ারম্যান ৩৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১জন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৬জন বিদ্রোহী প্রার্থী ছাড়াও ২জন বিএনপি এবং ৪জন জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, যারা লড়ছেন স্বতন্ত্র হিসেবে। সবাই দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি।
এদিকে, জনপদে পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রতিশ্র“তি দিচ্ছেন নারী প্রার্থীরা।
কুড়িগ্রামে ৯টি উপজেলায় ৩টি পৌরসভাসহ ৭৩টি ইউনিয়ন রয়েছে। ভোটার ১৫ লাখ ৪৭ হাজার ১০৪ জন। ৭১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহন।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/