ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

রাঙামাটির তেল-গ্যাস উত্তোলন করা হলে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে বলে জানিয়েছেন সন্তু লারমা

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

রাঙামাটির বাঘাইছড়ির কাচালং ও কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকায় তেল-গ্যাস উত্তোলন করা হলে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাকক্ষে রাঙামাটির বিভিন্ন এলাকায় তেল গ্যাস উত্তোলন বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে এ’সব কথা বলেন তিনি। সন্তু লারমা আরো বলেন, এ’ প্রকল্পে হাত দেয়া হলে হাজার হাজার পরিবার উদ্বাস্তু হবে, সাথে পাহাড়ের ভূমি বিরোধ আরো জটিল হবে। পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস উত্তোলন স্থগিতের দাবিও জানানো হয় সভায়।