ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদন্ড

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

নারায়ণগঞ্জ বন্দরে বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেয়া হয়। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত ও বিশেষ ট্রাইবুনাল-৭ এর বিচারক মোসাম্মাৎ কামরুন নাহার এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-বন্দর উপজেলার ফরাজীকান্দার সাইফুল ইসলাম ও মাহাবুব। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বায়না বাইপাস সড়কে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২০০৭ সালের ৭ জানুয়ারী ফরাজীকান্দায় মাহবুবের বাড়ীতে অভিযান চালিয়ে হ্যান্ডগ্রেনেড, পাওয়ারজেল ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে। এই ঘটনায় র‌্যাব- বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দু’জনের বিরুদ্ধে মামলা করে।