ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের ৭ মার্চের ভাষণ পরিবেশন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০২ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৭ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় শত কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিভিল সার্জন ড. খাইরুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই বাঙ্গালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন হয় দেশ।

এসএইচ/