ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

১৭ জন আর্চবিশপ কার্ডিনাল হিসেবে মনোনীত,

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

নতুন ১৭ জন আর্চবিশপকে কার্ডিনাল হিসেবে মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস। তাদের মধ্যে বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও’র নামও রয়েছে। গতকাল রোববার ৯ অক্টোবর প্রার্থনার সময় পোপ ফ্রান্সিস আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও সহ ১৭ জনকে কার্ডিনাল হিসেবে ঘোষনা করেন। আরো জানাচ্ছেন মামুন রশিদ। পোপ এর পর ক্যাথলিক খ্রিস্টানদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ কার্ডিনাল। এবার এ পদে নির্বাচিত হয়েছেন বিভিন্ন দেশের ১৭ জন নতুন যাজক বা আর্চবিশপ। আর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কার্ডিনাল হবার যোগ্যতা অর্জন করলেন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক রোজারিও। ৯ অক্টোবর ভ্যাটিক্যান সিটিতে প্রার্থনার সময় প্যাট্রিক রোজারিও সহ ১৭ কার্ডিনালের নাম ঘোষনা করেন পোপ ফ্রান্সিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া ওই ১৭ আর্চবিশপের মধ্যে বাংলাদেশের আর্চবিশপসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে। তারা পরবর্তী পোপ হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ২১ নভেম্বর ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে ভ্যাটিকান সিটিতে স্বাগত জানাবেন পোপ ফ্রান্সিস। প্যাট্রিক রোজারিওর কার্ডিনাল ঘোষিত হওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের সম্প্রদায়ভিত্তিক অনলাইন পত্রিকা খ্রিস্টান নিউজ বিডি। বরিশালের পাদ্রিশীবপুরের এক ক্যাথলিক পরিবারে  ১৯৪৩ সালের পহেলা অক্টোবর জন্ম নেয়া প্যাট্রিক রোজারিও বর্তমানে ঢাকার আর্চবিশপ হিসেবে নিয়োজিত রয়েছেন।