বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫১ এএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:১২ এএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
বৈরি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এখনও শুরু হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওয়েলিংটনে তুমুল বেগে বৃষ্টির হওয়ায় খেলা মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময়ে টসও হয়নি। শিগগির তা হওয়ার সম্ভাবনাও নেই।
টানা বৃষ্টি কখন থামবে তা বলা মুশকিল। বৃষ্টি থামলেও মাঠ শুকাতে সময় লাগবে। অধিকাংশ স্থানে পানি জমে গেছে। মাঠ খেলার উপযোগী করে তুলতে গোটা দিন লেগে যেতে পারে।
প্রসঙ্গত, সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে চরম পরাজয়ের পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এই হতাশার সঙ্গে দলের অধিকাংশ খেলোয়াড়দের ইনজুরি সমস্যা যোগ হয়েছে। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত।
তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট। এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।
এসএ/