জালিয়াতির অভিযোগে ট্রাম্পের সাবেক সহযোগীর দণ্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:১৪ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইউক্রেইনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে পাওয়া কয়েক কোটি ডলারের তথ্য গোপন করার ঘটনায় তাকে এ শাস্তি দেওয়া হলো।
বৃহস্পতিবার ভার্জিনিয়ার জেলা আদালতের বিচারক টি এস এলিস এই রায় ঘোষণা করেন। আদালত গত অগাস্ট মাসে কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি এবং বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়ার আট দফা অভিযোগে ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছিল।
এছাড়াও অবৈধভাবে লবি করার অভিযোগে আগামী সপ্তাহে ম্যানাফোর্টের বিরুদ্ধে আরেকটি মামলার রায় হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তের সূত্র ধরে ম্যানাফোর্টের অপরাধের তথ্যগুলো বেরিয়ে আসে বলে জানান তদন্তকারী সংস্থার সদস্যরা।
প্রসঙ্গত, ট্রাম্পের হয়ে শুরু থেকেই তার নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন ম্যানাফোর্ট।২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তিনি ট্রাম্পের প্রচার শিবিরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/