ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

রাজনৈতিক দল সহ সবার প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

জাতীয় ঐক্য সৃষ্টি করা না গেলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ জেহাদের স্মরণ সভায় গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনৈতিক দল সহ সবার প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। আর সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, জেহাদের আত্মাদান স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নব্বই এর স্বৈরতন্ত্রের চেয়ে বর্তমান সরকার আরো স্বেচ্ছচারী। এই সরকারের সময়ে এক হাজার নেতাকর্মী গুম ও নিহত হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শুধু রাজনৈতিক দল নয়, কোনো বেসরকারি সংস্থাও সরকারের সমালোচনা করতে পারছে না। এদিকে, নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে। এছাড়া, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল করে যুবদল ও ছাত্রদল।