ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২০৩ রানের লিড নিয়েছে সিলেট।

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২০৩ রানের লিড নিয়েছে সিলেট। প্রথম ইনিংসে ১২৯ রানে লিড পাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে। জাকির হাসান ২১ ও রাজিন সালেহ ১২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। এদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটের প্রথম ইনিংসে করা ৪৪৪ রানের জবাবে চট্টগ্রামের ইনিংস শেষ হয় ৩১৫ রানে। আগের দিনের করা ৫ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম। অপর ম্যাচে রংপুরের করা ২৩৪ রানের জবাবে ২৬৮ রানে শেষ হয়েছে রাজশাহীর ইনিংস। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগের দিনের ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী।