ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে উড়িয়ে দিলো পর্তুগাল

প্রকাশিত : ১১:২১ এএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:২১ এএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আন্দ্রে সিলভার হ্যাট্টিকে ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে উড়িয়ে দিলো পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই দুর্বল প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে পর্তুগিজরা। ১২ ও ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। এরপর ৩৭ মিনিটে আরো একটি গোল করে নিজের হ্যাট্টিক পূরণ করেন ২০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। প্রথমার্ধে ৩-০ তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে গতি অব্যাহত রাখে ইউরোপ চ্যাম্পিয়নরা। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন তারকা ফুটবলার ক্রিশিয়ানো রোনালদো। অতিরিক্ত সময়ে পর্তুগিজদের হয়ে আরো দুটি গোল করেন জোয়াও মৌতিনিয়ো এবং জোয়াও কানসেলো।