গাইবান্ধায় ভূমিহীনদের আবাসনে দুর্দশা (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ এএম, ১০ মার্চ ২০১৯ রবিবার | আপডেট: ১১:৪৯ এএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
গাইবান্ধার বল্লমঝার ইউনিয়নের কোমরপুর গ্রামের ভূমিহীন হতদরিদ্রদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের এখন বেহাল অবস্থা। নির্মাণের পর সংস্কার না করায় ভাঙাচোরা জীর্ণ ঘরে রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে বসবাস করছেন এসব মানুষ।
২০১১ সালে সদর উপজেলার কোমরপুর গ্রামে এলজিইডির সহায়তায় নির্মাণ করা হয় হতদরিদ্রদের জন্য এই আবাসন। একটু সুখের আশায় এখানে আশ্রয় নেয় ১২০টি পরিবার। কিন্তু ৭ বছরেই টিনে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে চালা ও ঘরের বেড়া। ভেঙ্গে পড়েছে পয়নিষ্কাশন ব্যবস্থাও।
বাসিন্দারা জানান, ঘর নির্মাণের পর খোঁজ-খবর নিতে আসেননি কেউ। গরু-ছাগল, হাঁস-মুরগি পালনসহ কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার কথা থাকলেও কিছুই পাননি তারা। নানা সংকটে বসবাস করতে না পেরে অনেকেই ছেড়ে গেছেন আবাসন।
এদিকে ঘরগুলো মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।
প্রকল্পের বাড়িগুলো মেরামত ও বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবি ভুক্তভোগীদের।
বিস্তারিত ভিডিওতে দেখুন :
এসএ/