প্রকাশ পেয়েছে ‘বিউটি সার্কাস’র প্রথম পোস্টার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার নির্মিত এ সিনেমাটি সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রামের লড়াই নিয়ে নির্মিত হয়েছে।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত হলো চলচ্চিত্রটির প্রথম পোস্টার। রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে এর মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সার্কাসের পোশাকে একঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনীরূপে পোস্টারে হাজির হয়েছেন জয়া আহসান।
এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, ‘বিউটি সার্কাস’ সিনেমাটির গল্প আমি শুনেছি। এই চলচ্চিত্রটির গল্পটি আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো। আমার বিশ্বাস চলচ্চিত্রটি যারা দেখবেন, এর শিল্পমান তাদের হৃদয়কে আনন্দিত করবে।
নির্মাতা মাহমুদ দিদার জানান, নারী দিবস উপলক্ষে চলচ্চিত্রটির নাম চরিত্র ‘বিউটি’কেই প্রাধান্য দেওয়া হয়েছে পোস্টারটিতে। এটির নকশা করেছেন সোহেল আনাম।
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’- চিত্রধারণ শেষে এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি সেন্সরে জমা পড়বে বলে জানান নির্মাতা।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ফার্স্টলুক টিজার। জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ অনেকেই। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
এসএ/