ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তার ছিড়ে আগুনে ২ বোনের মৃত্যু

প্রকাশিত : ১১:২৯ এএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:২৯ এএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জনগাঁও গ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে লাগা আগুনে ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ  হয়েছে একই পরিবারের আরো ৩ জন। ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই গ্রামের সুরেশের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪শ’ ৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়ে। এতে মোটরসাইকেলের ট্যাংকের বিস্ফোরণ ঘটলে ম‍ুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় মারা যায় সুরেশের স্ত্রী ও শালিকা। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সুরেশ, তার ছেলে ও মেয়েকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক।