ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

আজ শুভ বিজয়া দশমী

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১২ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী আজ। রাজধানীসহ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সতানত ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব। মন্ডপে মন্ডপে বিষাদের সুর। দেবী বিদায় নিলেও শান্তির বার্তা নিয়ে আবার ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বিজয়া দশমীর দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাচ্ছেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যাচ্ছেন ভক্তদের আনন্দ-উৎসব আর বিজয়ার অশ্রু। বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানীসহ দেশের বিভিন্ন পূজা মন্ডপে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানানোর নানা প্রস্তুতি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হয় দশমী বিহিত পূজা, দর্পন বিসর্জন ও ঘট বিসর্জন। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্তে আসেন। স্বর্গালোকেও যাবেন ঘোড়ায় চড়ে। সব মন্ডপেই বিষাদের সুর। দেশব্যাপী এবারের পূজায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আনন্দ আর উৎসবের মধ্যেই সনাতন কেটেছে ধর্মাবলম্বীদের পাঁচটি দিন। এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় হয় ২২৯টি মন্ডপে।