ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দল

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনাসহ মাঠে নামছে বেশ কয়েকটি দল। কলম্বিয়ার ও উরুগুয়ের ম্যাটি হবে বাংলাদেশ সময় রাত ২ টা ৩০মিনিট। আর আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের শেষ দুই ম্যাচে ড্র করলেও এই ম্যাচের জয়ের প্রত্যাশা নিয়েই খেলবে আর্জেন্টিনা। আর নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে হারলেও এই ম্যাচে জয় নিয়ে ঘুরে দাড়াতে চায় প্যারাগুয়ে। একই সময় অন্যমাঠে পেরুর সাথে খেলবে চিলি। আর সকাল সাড়ে ৬টায় ভেনেজুয়েলার প্রতিপক্ষ হয়ে লড়বে ব্রাজিল। দুদলের শেষ পাঁচবারের মুখোমুখিতে সব কটিতেই জয় পেয়েছে ব্রাজিল।