ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদে

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

সিরিজ নির্ধারনী ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। চ্ধসঢ়;ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এই ম্যাচকে ঘিরে অনুশীলন করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুদল। তাইতো, কাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে  অঘোষিত ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশ ও টাইগাররা। প্রথম ওয়ানডেতে ২১ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। আর দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সমতায় ফিরলো টাইগাররা। কাল ম্যাচ জয়ের লক্ষ্যেই খেলবে দুদল। এর পাশপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিও খেলবে চট্টগ্রামে।