ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন মঙ্গলবার

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল সাংবাদিক সংগঠন প্রেসক্লাব এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়বে মোট পাঁচজন প্রার্থী।

ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে লড়বেন বর্তমান সাধারণ সম্পাদক ও জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফেরদাউসুর রহমান সোহাগ। সাধারণ সম্পাদক পদে দপ্তর সম্পাদক শাহাদাত তিমির (কালের কন্ঠ), কোষাধ্যক্ষ সরকার মাসুম (যুগান্তর) এবং প্রচার সম্পাদক এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদ) লড়বেন।

জানা যায়, প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ.কে আজাদ লাভলু। সহকারী নির্বাচন কমিশন হিসেবে ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা ও ইবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কানন আজিজ।

এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্ম্মণ ও প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান।

এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন,বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত শুক্রবার প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ১২ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়। একইসাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করি, উৎসব মুখর পরিবেশে এ নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

নির্বাচনের সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কে আজাদ লাভলু বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবারও আমরা একটি দ্বায়িত্ববান নেতৃত্ব পাবো আশা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আমরা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’

কেআই/