বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এসকল কর্মসূচীর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলায় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা ও উপজেলার সকল দপ্তর বা সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হবে।
১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাসস
এসি