ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আজ বুড়িগঙ্গা-তুরাগে দ্বিতীয় পর্যায়ের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

রাজধানীর বুড়িগঙ্গা ও তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ অভিযানটি চালাবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের অভিযানে আজ রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর এলাকার ঢাকা উদ্যান থেকে তুরাগ নদের তীরে আপস্ট্রিমে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। তিন দিনের এ অভিযান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এরপর তৃতীয় পর্যায়ে ১৯ থেকে ২১ মার্চ এবং চতুর্থ ও শেষ পর্যায়ে ২৫, ২৭ ও ২৮ মার্চ অভিযান চালানো হবে। গত ৫ থেকে ৭ মার্চ দ্বিতীয় পর্বের প্রথম পর্যায়ের অভিযান চলে।

গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা-তুরাগ নদীগর্ভ ও নদী তীরে প্রথম পর্বের উচ্ছেদ অভিযান চালানো হয়। সে সময় চার পর্যায়ে ১২ দিনে মোট এক হাজার ৭৪১টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রায় ২৪ একর তীরভূমি উদ্ধার করা হয়।

এসএ/