যুদ্ধাপরাধের বিচার হওয়ায় বাঙালি জাতি কলঙ্কমুক্তঃ ওমর ফারুক চৌধুরী
প্রকাশিত : ০৬:২০ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২১ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
যুদ্ধাপরাধের বিচার হওয়ায় বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন। সেসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য জাফর আহম্মদ।