ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বাগেরহাটে এলজিইডি প্রকৌশলীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন কর্তৃক উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে হাতকড়া পড়ানোর প্রতিবাদে বাগেরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকালে শহরের দশানীস্থ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী আবু কামাল, সদর উপজেলা প্রকৌশলী মো. মানিক হোসেন, সহকারি প্রকৌশলী লায়লা মিথুন, উপসহকারি প্রকৌশলী আলতাপ হোসেন, শাহিদ আলম ভুইয়া, উচ্চমান সহকারি খন্দকার জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কোন ফৌজদারি মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার পূর্বে কোন সরকারি কর্মকর্তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতারের কোন বিধান নেই। কিন্তু আইন অমান্য করে ৬ মার্চ হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন কর্তৃক উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে হাতকড়া পড়িয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যাতে নিরাপদে সুষ্ঠ পরিবেশে প্রকৌশলীরা সরকারি সকল দায়িত্ব পালন করতে পারেন সে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান প্রকৌশলীরা।

কেআই/