প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত জয় পিএসজির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪০ এএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
লিগ ওয়ানে নিজেদের দাপট দেখিয়ে চলেছে পিএসজি। ডি মারিয়া ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে দিজোঁর মাঠ থেকে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন দলটি। ফলে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে আবারও ১৭ পয়েন্টে এগিয়ে গেল গত আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে দিজোঁর বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটির বিপক্ষে এ নিয়ে সাত ম্যাচে শতভাগ জয়ের ধারা ধরে রাখলো পিএসজি। আগের দেখায় দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দি মারিয়ার কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান ছিল দি মারিয়ার। ম্যাচের ৪০তম মিনিটে তার পাস ডি-বক্সে পেয়ে বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়ান লেইভিন কুরজাওয়া। আর ছুটে এসে টোকা দিয়ে বল ঠিকানায় পাঠান এমবাপে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অতিথিরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন দি মারিয়া। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তমা মুনিয়ের ছোট ডি-বক্সে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে জয় নিশ্চিত করেন ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং।
এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকলো পিএসজি। ২৭ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৫৭।
সূত্র: লাইভস্কোর ডটকম
একে//